খিদের জ্বালা অন্যদিকে বাড়ি ফেরার টান, শত ঝামেলার মাঝে রওনা হয়েছিল ওরা l বাড়ির দোরগোড়ায় এসে আটকা পড়ল পুলিশের হাতে l এমনি ৪০ জন পরিযায়ী শ্রমিককে আসাম বাংলা সীমান্তে আটক করলো বক্সিরহাট থানার পুলিশ । জানা গেছে অরুণাচল থেকে ছোট গাড়িতে করে মোট ৪০ জন পরিযায়ী শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় l বুধবার গভীর রাতে আসাম বাংলা সীমানার নাকা চেকিং পয়েন্ট পার হওয়ার সময় বক্সিরহাট থানার পুলিশের হাতে ধরা পড়ে । তাদের প্রত্যেকের হাতে অরুণাচল প্রদেশে সরকারি ভাবে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এমন নথি রয়েছে । পরিযায়ী শ্রমিকরা বলেন লকডাউনে প্রায় দুমাস হতে চলল তারা যে কোম্পানিতে শ্রমিকের কাজ করতো, সেখান থেকে তাদের কোন খাওয়া-দাওয়া দিচ্ছিল না । কাজ ও বন্ধ অনেক দিন থেকে I তাই তারা ৪০ জন মিলে কোন মতে গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় । আসাম বাংলা সীমান্তে বেঙ্গল পুলিশ তাদের আটক করে । জানা গেছে তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় I
0 Comments