Advertisement

#On the Other Hand, they Left in the Midst#Hunger and Stress#extvbangla|খিদের জ্বালায় বাড়ি ফেরার টান

#On the Other Hand, they Left in the Midst#Hunger and Stress#extvbangla|খিদের জ্বালায় বাড়ি ফেরার টান খিদের জ্বালা অন্যদিকে বাড়ি ফেরার টান, শত ঝামেলার মাঝে রওনা হয়েছিল ওরা l বাড়ির দোরগোড়ায় এসে আটকা পড়ল পুলিশের হাতে l এমনি ৪০ জন পরিযায়ী শ্রমিককে আসাম বাংলা সীমান্তে আটক করলো বক্সিরহাট থানার পুলিশ । জানা গেছে অরুণাচল থেকে ছোট গাড়িতে করে মোট ৪০ জন পরিযায়ী শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় l বুধবার গভীর রাতে আসাম বাংলা সীমানার নাকা চেকিং পয়েন্ট পার হওয়ার সময় বক্সিরহাট থানার পুলিশের হাতে ধরা পড়ে । তাদের প্রত্যেকের হাতে অরুণাচল প্রদেশে সরকারি ভাবে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এমন নথি রয়েছে । পরিযায়ী শ্রমিকরা বলেন লকডাউনে প্রায় দুমাস হতে চলল তারা যে কোম্পানিতে শ্রমিকের কাজ করতো, সেখান থেকে তাদের কোন খাওয়া-দাওয়া দিচ্ছিল না । কাজ ও বন্ধ অনেক দিন থেকে I তাই তারা ৪০ জন মিলে কোন মতে গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় । আসাম বাংলা সীমান্তে বেঙ্গল পুলিশ তাদের আটক করে । জানা গেছে তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় I

News,bangla news,etv bangla,Bangla news,Alipurduar,Bangla 24 Ghonta,Bangla news Channel,Bangla news abp ananda,bangla news 24 ghonta live,news live,news,news 18 live,ccon news,live news,news 24 live tv,jalpaiguri ccon digital news,news today,jcc news,ccn news siliguri,khaboria 24,bangladesh news,bangladesh news today,bangladesh news channel,voice aap ki awaz,dooars,abp ananda,zee 24 ghonta,UTTARER MON,

Post a Comment

0 Comments